মধ্য বরিশাল গ্রামে ডাব চুরি: মেহেদি ও ইস্রাফিলকে ঘিরে এলাকাবাসীর ক্ষোভ

- আপডেট সময় : ০১:৪৩:০৭ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
- / ১০১৬২ বার পড়া হয়েছে
বাগেরহাট জেলার মড়েলগঞ্জ থানার অন্তর্গত মধ্য বরিশাল গ্রামে ডাব চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় দুই যুবক, মেহেদি ও ইস্রাফিল, নিয়মিতভাবে গ্রামজুড়ে বিভিন্ন বাড়ির গাছ থেকে ডাব চুরি করছে বলে অভিযোগ উঠেছে।
এলাকাবাসীরা জানায়, এই দুইজন দীর্ঘদিন ধরেই এলাকায় এমন কর্মকাণ্ড চালিয়ে আসছে। দিনে কিংবা রাতে—কোনো সময়ই তারা বাদ দিচ্ছে না। এর ফলে বাড়ির মালিকেরা গাছের ফল রক্ষা করতে হিমশিম খাচ্ছেন।
একজন ক্ষুব্ধ গ্রামবাসী বলেন, “আমাদের কষ্টে ফলানো ডাব গাছ থেকে ডাব চুরি করে নিচ্ছে ওরা। বারবার বলার পরও কোনো কাজ হচ্ছে না।”
এলাকাবাসীরা আরও জানান, চুরির বিষয়ে স্থানীয়ভাবে সতর্ক করা হলেও কোনো পরিবর্তন দেখা যায়নি। বরং পরিস্থিতি দিনকে দিন খারাপের দিকেই যাচ্ছে। এ ঘটনায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন এবং দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে মড়েলগঞ্জ থানার সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য গ্রামবাসী জোর দাবি জানিয়েছেন।