ত্রিপুরায় তিন বাংলাদেশি নাগরিককে পিটিয়ে হত্যা

- আপডেট সময় : ১১:০০:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
- / ১০০১৪ বার পড়া হয়েছে
ভারতের ত্রিপুরা রাজ্যে তিন বাংলাদেশি নাগরিককে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা। নিহতরা হলেন- হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আলীনগর গ্রামের আশ্বব আলীর ছেলে জুয়েল মিয়া (৩২), বাসুল্লা গ্রামের কনা মিয়ার ছেলে পণ্ডিত মিয়া (৪৫) এবং কবিলাশপুর গ্রামের কদ্দুস মিয়ার ছেলে সজল মিয়া (২০)।
বৃহস্পতিবার ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান জানান, দুই দেশের পুলিশ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে লাশ ফেরত পাঠাবে এজন্য বিজিবি প্রস্তুত আছে লাশ গ্রহণ করতে।
এর আগে বুধবার (১৫ অক্টোবর) সকালে খোয়াই জেলার বিদ্যাবিল এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি রাতে নিশ্চিত করেছে ৫৫ বিজিবির মিডিয়া সেল।
ত্রিপুরার স্থানীয় সাংবাদিক আশীষ চক্রবর্তী জানান, পাহাড়ি আদিবাসীরা তিন বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করে। পরে ভারতীয় পুলিশ লাশ উদ্ধার করে খোয়াই থানায় নিয়ে যায়।
চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নের মেম্বার তারেকুর রহমান বলেন, নিহতদের জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করে বিজিবি ভারতের কাছে পাঠায়। সেখান থেকে পাঠানো ছবিতে তিনজনকেই শনাক্ত করা হয়েছে।
বিজিবির তথ্য অনুযায়ী, তিনজন বাংলাদেশি কয়েকদিন আগে শ্রীমঙ্গল সীমান্তের বিদ্যাবিল এলাকা হয়ে ভারতের খোয়াই থানাধীন কারেঙ্গিছড়া এলাকায় প্রবেশ করেন। গরু চুরির সন্দেহে স্থানীয়রা তাদের ওপর হামলা চালায়। ঘটনাস্থলেই তিনজন মারা যান। নিহতদের লাশ বর্তমানে ভারতের সাম্পাহার থানায় রয়েছে।
চুনারুঘাট থানার ওসি জাহিদুল ইসলাম বলেন, লাশ ফেরত আনতে ওপারের পুলিশের সাথে সার্বক্ষণিক যোগাযোগ করা হচ্ছে। তারা আইনি প্রক্রিয়া শেষে আমাদের জানাবে।