চট্টগ্রামে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১৬ ইউনিট

- আপডেট সময় : ১০:৫৫:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
- / ১০০১১ বার পড়া হয়েছে
চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) পাঁচ নম্বর রোড়ে এডাম ক্যাট নামে একটি তাওয়েল ও মেডিকেল ইকুপমেন্ট তৈরির কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে এ আগুন লাগে। সেখানে মোতায়েন করা হয়েছে নৌবাহিনীর দুটি ইউনিট। সেনাবাহিনীও ঘটনাস্থলে যাচ্ছে বলে জানা গেছে।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট ১৬টি ইউনিট যোগ দিয়েছে। এর আগে বেলা সাড়ে তিনটা পর্যন্ত নয়টি ইউনিট কাজ করলেও ২০ মিনিটের মধ্যে আরও ৭টি ইউনিট বাড়ানো হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা অন্তত ২৫ জনকে বিপদগ্রস্থ অবস্থায় উদ্ধার করেছে আটতলা ওই ভবন থেকে। তবে এখনও কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস বলছে আগুনের ভয়াবহতা বেশি হওয়ায় আরো ইউনিট মোতায়েন করার প্রক্রিয়া চলছে। ইতিমধ্যে বিশেষ যন্ত্রপাতিসহ একটি পরিবহন আনা হয়েছে। ওই কারখানায় মূলত তাওয়েল, মাথায় পরিধানের ক্যাপ ও মেডিকেল ইকুপমেন্ট তৈরি করা হতো। সেখানে কয়েকশ শ্রমিক কাজ করতো বলে জানা গেছে। ভবনের ভেতরে তুলা ও ক্যামিকেল (দাহ্য পদার্থ) রয়েছে। এতে আগুনের দাবানল দ্রুত পুরো ভবনের প্রত্যেকটি ফ্লোরে ছড়িয়ে পড়ে।
সরেজমিনে দেখা যায়, ধোঁয়ার কুণ্ডলিতে আশেপাশে ছেয়ে গেছে। স্থানীয়রা ভিড় জমালেও কাছে যেতে পারছেন না। আগুনের ধোঁয়ার সাথে তুলোসহ বিভিন্ন উপাদান উড়ে বাইরে এসে ঝুঁকি সৃষ্টি করছে। যেকোন সময় আগুন অন্য কোন ভবনে ছড়িয়ে পড়তে পারে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা স্থানীয়দের দূরত্ব বজায় রাখতে নির্দেশনা দিচ্ছেন। তবে ১৬টি ইউনিট কাজ করলে আগুনের তীব্রতা বেশি হওয়ায় এখনও নিয়ন্ত্রণে আনার শুরু করতে পারেনি ফায়ার সার্ভিস।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক জসিম উদ্দিন জানান, আমরা ২৫ জনকে উদ্ধার করেছি। তবে আগুন লাগার সাথে সাথে সবাই দ্রুত ভবন ত্যাগ করেছেন। অনেকে বিভিন্ন কক্ষে আশ্রয় নিলেও ভীত অবস্থায় ছিল। আমরা তাদেরকে উদ্ধার করে বাইরে নিয়ে এসেছি।
চট্টগ্রাম ইপিজেডের নির্বাহী পরিচালক আবদুস সোবহান বলেন, ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখন পর্যন্ত প্রাণহানি বা আহত হওয়ার কোনো সংবাদ পাওয়া যায়নি।