জুলাই গণহত্যায় লাশের সঙ্গে বর্বরতা কারবালাকেও হার মানিয়েছে: তারেক রহমান

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০১:৩২:১৩ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
- / ১০০৩৬ বার পড়া হয়েছে
জুলাই গণঅভ্যুত্থানে নিহত লাশের সঙ্গে যে বর্বরতা ও নির্মমতা চালানো হয়েছে তা কারবালার নৃশংসতাকেও হার মানিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার (৩০ জুলাই) বিকেলে সাভারের আশুলিয়ার দারুল ইহসান মাদরাসা মাঠে এক সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যা চালানো হয়েছিল। সবচেয়ে বেশি মারা গেছেন শ্রমিক। বিশেষ করে সাভার আশুলিয়ায় শ্রমিকদের ওপর গণহত্যা চালানো হয়েছিল। হত্যা করে লাশগুলোকে পুড়িয়ে ফেলা হয়েছিল। লাশের সঙ্গে এমন বর্বরতা, এমন নির্মমতা কারবালার নৃশংসতাকেও হার মানিয়েছে।
তারেক রহমান আরো বলেন, ৫ আগস্ট ফ্যাসিস্টদের পলায়নের দিনও সাভার আশুলিয়ায় গণহত্যা চলছিল।